আয়কর গোয়েন্দা ইউনিট
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) কার্যক্রম শুরুর সাত মাসে তদন্ত কার্যক্রমের মাধ্যমে প্রাথমিকভাবে ১ হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকির ঘটনা উদঘাটন করেছে। ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর তথ্য ও সম্পদ পর্যালোচনা করে কর ফাঁকির এ তথ্য উদঘাটন করা হয়েছে।
২০২৩ সালে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা কর ফাঁকি হয়েছে বলে ধারণা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সোমবার সিপিডির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে করপোরেট আয়কর সংস্কারবিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়।